ঐশ্বরিয়া , অনিল কাপুর , রাজ কুমাররাও অভিনীত ছবি ‘ফ্যানি খান ‘এর জন্য বহু দিন ধরেই অপেক্ষায় ছিল সিনেমাপ্রেমীরা। আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির টিজার। ছোট্ট ভিডিও-তে রাজ কুমার রাওয়ের কণ্ঠস্বরে উঠে এসেছে ছবির গল্প ঘিরে কয়েকটি দিক।
টিজারে রাজ কুমার রাওয়কে বলতে শোনা যায় একটি লম্বা সংলাপ। যেখানে উল্লেখ করা হয়েছে -‘যে নিজের কাহিনি নিজে লেখে সেই ফ্যানি খান’। ছবির টিজারে এক ঝলকেই মাত করেছেন ঐশ্বরিয়া। তাঁর মায়াবী চাহনির একটি দৃশ্যই ফিল্মের সম্পর্কে ধারণা দিয়ে যায়।
অতুন মাঞ্জরেকর পরিচালিত এই ছবির সহ প্রযোজনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। বডি-শেমিং নিয়ে ছবিটি একটি সুক্ষ্ম বার্তা দিতে চলেছে। ডাচ ফিল্ম ‘এভরিবডিস ফেমাস’ ছবির গল্পই ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে ‘ফ্যানে খান’। আগামী ৩ রা অগাস্ট ফিল্মটি মুক্তি পাবে।