কস্টিউমের ডিজাইন নকল করেছেন অভিনেত্রী শ্রাবন্তী৷ পোশাক নকল করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
হলিউডের বহু তারকাদের পোশাক নকল করেন বলিউড নায়ক-নায়িকারা। যেমন ড্রেস নকল করার বিষয় দীপিকা পাডুকোনের নাম এই তালিকার শীর্ষে৷
হলিউডের কিম কার্দার্শিয়ান থেকে শুরু করে কাইলি জেনার, ভিক্টোরিয়া হার্ভে, অসংখ্য সেলেব্রিটিদের ওয়ারড্রোব নকল করেছেন দীপিকা পাড়ুকোন৷ এই পোশাকের ডিজাইন কপি করার ব্যাপারটি সাধারাণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়৷
সেলেব্রিটিদের পরা পোশাক পরতে কার না ভালো লাগে? সাধারণ মেয়েরা হলিউড বলিউড নায়িকাদের পোশাক আশাক নকল করে পরেন। কিন্তু টলিউডের নায়িকারা যদি বলিউডের নায়িকাদের পোশাক নকল করেন সেটা তামাশার বিষয় হয়ে যায়। টলিপাড়ার শ্রাবন্তী নকল করেছেন কারিনা কাপুরের পোশাক৷ ‘সিংঘম রিটার্নস’ ছবিতে করিনা কাপুরের পরা লং স্কার্ট এবং টপ প্রায় হুবহু নকল করে পরেছেন শ্রাবন্তী৷