আগামীকাল ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার বিকাল ৫ টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জোট সূত্র জানায়, বৈঠকে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জোটের জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বাইরে জোটগত কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তও হতে পারে। জামায়াত সিলেটে মেয়র প্রার্থী দিয়েছে জোটের সিদ্ধান্তের বাইরে। বিএনপির আরিফুল হক চৌধুরীর প্রতিপক্ষ এখন জামায়াতের জুবায়ের। জামায়াত তাদের প্রার্থী সরাতে রাজি নয়।
Share Button