আবারো চমকে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। নাচ তাঁর রক্তে। অভিনয়ের পাশাপাশি নাচও তাঁর সমান ভাল লাগার জায়গা। এর আগে বহুবার নাচের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন বচ্চন পরিবারের এই সদস্য। ফের প্রমাণ করলেন তাঁর আসন্ন ছবি ‘ফ্যানি খান’-এর সদ্য মুক্তিপ্রাপ্ত একটি গানে।
‘হালকা হালকা’ নামের গানটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। রাজকুমার হিরানির সঙ্গে ঐশ্বরিয়ার কেমিস্ট্রি পছন্দ হচ্ছে দর্শকদের। আগামী ৩ অাগস্ট মুক্তি পাবে এই ছবি।
প্রায় ১৭ বছর পর এই ছবিতে জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া ও অনিল কাপূর। ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর হিন্দি ভার্সান হল ‘ফ্যানি খান’। মাঝে শোনা গিয়েছিল, প্রযোজকদের সমস্যার কারণে এই ছবির অনেক কলাকুশলীই নাকি টাকা পাননি। সেই তালিকায় ছিল ঐশ্বরিয়ার নামও। তবে সে সব সমস্যা কাটিয়ে এ বার মুক্তির পথে এই ছবি।