হাইকোর্টের রায়ে বিবিসির করা মামলা থেকে নিষ্পত্তি পেলেন বিশ্বখ্যাত পপ তারকা ক্লিফ রিচার্ড। ২০১৪ সালে বিবিসি এক প্রতিবেদনে রিচার্ড ক্লিফের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
বিচারক বলেন, পুলিশ তদন্তের মাধ্যেমে সব করেছে। তদন্ত চলাকালীন সময়ে মিঃ রিচার্ডের বিরুদ্ধে কোন প্রমান মেলেনি। আশা করি জনগণ তার এ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তেমন উৎসুক ছিল না।
ক্লিফ রিচার্ডের একসময় অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং ইউরোপেও ছিল অগুণতি ফ্যান৷ শুধু তাই নয়, ‘মুভ ইট’, ‘লিভিং ডল’, ‘দ্য ইয়াং ওয়ান্স’, ‘সামার হলিডে’, ‘কনগ্রাচুলেশন্স’, ‘ডেভিল ওম্যান’, ‘উই ডোন্ট টক এনিমোর’ অথবা ‘সেভিয়ার্স ডে’র মতো হিট গানগুলি ১৯৯৫ সালে তাকে এনে দিয়েছিল ‘নাইট’ উপাধি৷