• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

অভিনয়ে অভিষেক ঘটালেন অমিতাভ কন্যা

আপডেটঃ : বুধবার, ১৮ জুলাই, ২০১৮

অবশেষে অভিনয় জগতে প্রবেশ করলেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। কল্যাণ জুয়েলার্সের একটি বিজ্ঞাপনে বাবার হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটালেন শ্বেতা।

দেড় মিনিটের এ বিজ্ঞাপনে অমিতাভকে দেখা যাবে অবসরপ্রাপ্ত বৃদ্ধের চরিত্রে। যার হাতে ঘটনাক্রমে একইমাসে দুইবারের পেনশনের টাকা চলে আসে। দ্বিতীয়বারে আসা খামটির ওপর আবার কারো নাম লেখা নেই। পেনশনের সেই টাকা ফেরত দিতে আসেন অমিতাভ। মেয়ে তখন বাবাকে সাহায্য করেন।

অমিতাভ তার টুইটারে এক পোস্ট শেয়ার করে বলেন, বিজ্ঞাপনটি যতবার দেখছেন ততবার তার চোখ ভিজে যাচ্ছে। মেয়েরাই আসলে শ্রেষ্ঠ।

শ্বেতার বাবা, মা, ভাই ও ভাবী অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও তিনি এর আগে অভিনয় করেননি।

উল্লেখ্য, শ্বেতা কেবল ভালো অভিনয় করেন না, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’ প্রবাদটির মতো বহুগুণের অধিকারী তিনি। তিনি একজন লেখকও। এ বছর তার লেখা উপন্যাস ‘প্যারাডাইস টাওয়ার’ প্রকাশ পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ