কোয়েল মল্লিককে অভিমান্যু মুখার্জি পরিচালিত থ্রিলার ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। কোয়েলকে এর আগে কখনো এমন চরিত্রে দেখা যায় নি। সান্তিলাল মুখার্জি এবং গৌরব চক্রবতী এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন।
কোয়েল জানিয়েছেন, ‘আমার চরিত্রের নাম বিদিশা। এখানে দর্শক আমাকে একজন দায়িত্ববান সাংবাদিকের ভূমিকায় দেখতে পাবে।’
সর্বশেষ কোয়েল অভিনীত ‘যক্ষের ধন’ ছবিতে তাকে রুবি চ্যাটার্জি নামে একজন ডাক্তারের ভূমিকায় দেখা গিয়েছিল। এ ছবিতে তার সহঅভিনেতা ছিল পরমব্রত। সাইয়াতান ঘোষাল পরিচালিত ‘যক্ষের ধন ২’ ছবিতেও এবার কোয়েলকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। নর্থ বেঙ্গল, কোলকাতা এবং থাইল্যান্ডসহ বেশ কিছু যায়গায় ছবিটির শুটিং করা হয়েছে।