ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকের এই হিরো এবার হাজির হয়েছেন সেলিব্রেটি টকশোতে। ‘এবং পূর্ণিমা’ নামের টকশোটি উপস্থাপনা করেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এবার সজল-পূর্ণিমার আড্ডা দেখবেন দর্শক। পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানটি দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
আর এই ধারাবাহিকতায় সজলকে নিয়ে পূর্ণিমার নতুন পর্বে বেশ কিছু চমক থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এবারের পর্বে পূর্ণিমা অভিনীত ‘মনের মাঝে তুমি’ সিনেমার গানের সঙ্গে সজল-পূর্ণিমার পারফর্মেন্স দেখা যাবে।
আড্ডায় আড্ডায় নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন সজল।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে পর্বটি প্রচার হবে আগামীকাল শনিবার রাত ১০টায়।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।