ভারতীয় জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘তারাক মেহতা কা উল্টা চশমা’-এর ‘ডক্টর হাতি’ চরিত্রটিতে এখন কাকে দেখা যাবে এ নিয়ে বেশ গুঞ্জন চলছে। জানা গেছে চরিত্রটিতে নির্মল সোনিকে আবার দেখা যাচ্ছে।
গত ৯ জুলাই চরিত্রটির অভিনেতা কবি কুমার আজাদের আকস্মিক মৃত্যুতে চরিত্রটি নিয়ে টানাপড়েন শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কবি কুমার আজাদের জায়গায় নাকি দেখা যেতে পারে টিভি সিরিয়ালের আরেক জনপ্রিয় কমেডিয়ান নির্মল সোনিকে। কেননা এর আগেও বেশ কয়েকবার কবি কুমার আজাদের অনুপস্থিতিতে ‘ডক্টর হাতি’র চরিত্রে নির্মল সোনিকে দেখা গেছে।
এ বিষয়ে নির্মল সোনিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, শোর নির্মাতাদের তরফ থেকে তাকে এখনও কোনো প্রস্তাব পাঠানো হয়নি। এর আগে অন্য ধারাবাহিকের শুটিং ব্যস্ততার কারণে তিনি ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে নিয়মিত হতে পারেননি।