আয়ান মুখার্জি পরিচালিত ‘বহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে। বুলগেরিয়াতে শ্যুট করতে গিয়ে সেখানকার মনোরম সৌন্দর্য উপভোগ করে অমিতাভ তার ব্লগে একটি পোস্ট শেয়ার করেন। এতে তিনি লেখেন, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে।বর্তমানে ইউনিট এবং ক্রু ছবি নির্মাণ প্রকল্পে দৃঢ়ভাবে কাজ করে। কাজের ক্ষেত্রে তাদের স্বাধীনচেতা ভাবনা এবং ছোট বিষয় গুলোতেও সমানভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি আমাকে অবাক করে তোলে।
তিনি আরও বলেন, এসব ইউনিট ও ক্রুয়ের লোকদের যত্ন, উদ্বেগ ও আনন্দ দেওয়ার চেষ্টায় আমি দোষীবোধ করি। আমি আমার বর্তমান অবস্থান ও প্রাপ্তি সম্পর্কে জানি। ভক্তদের চোখে যখন আমার জন্য উদ্বেগ দেখি তখন আমি অস্বস্তিবোধ করি। আমার মনে হয়, আমি যত পেয়েছি আমি তত দিতে পারিনি এবং এ বিষয়টি আমাকে ভাবায়।
পুরোনো কথা মনে করে বলিউড এ তারকা ব্লগে এসব কথা বলেন।
অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এ ছবিটি আগামী বছরের ১৫ আগস্ট মুক্তি পেতে পারে।