• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

দাবাং ছবি ক্যারিয়ার শেষ করে দিয়েছে

আপডেটঃ : রবিবার, ২২ জুলাই, ২০১৮

অনুরাগ কাশ্যপের দেব ডি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। কিন্তু ক্যারিয়ারের দৌড়ে পিছিয়ে পড়েছেন মাহি গিল। আর এ জন্য তিনি দায়ী করেছেন সালমান খানের দাবাং ছবিকে।
দেব ডি-র পর গুলাল ছবি করেন মাহি। তারপর হাতে আসে দাবাং, পরিচালনায় ছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্বচরিত্র করেন তিনি। মাহি জানিয়েছেন, দেব ডি করার পর তিনি বহু পুরস্কার পান, অফারেরও বন্যা বইছিল। প্রযোজক, পরিচালকরা তার সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু দাবাং-এর পর তারাই চাইলেন তাকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে।
মাহি বলেছেন, তার ভীষণ খারাপ লেগেছিল, বুঝতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। তিনি ভাগ্যে বিশ্বাস করেন, মনে করেন, এমনটাই হওয়ার ছিল। দাবাং-এ কাজ করার জন্য তখন আফসোস হয়েছিল তার কিন্তু এখন আর কিছু মনে হয় না।
দাবাং-এ আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিক্যুয়েল দাবাং ২-তে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু পরিচালক আরবাজ এসে বলেন, ছবিতে তার চরিত্র থাকা জরুরি। তখন আর না করেননি।
২৭ তারিখ মুক্তি পাবে মাহির ছবি সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩। তার আশা, এই ছবি আবার তাকে লাইমলাইটে ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ