শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধাড়াক’ মুক্তি পেয়েছে। বক্স অফিসের প্রথম দিনেই এটি আশাব্যঞ্জক সাড়া ফেলেছে। নতুন জুটির সিনেমা হিসেবে গড়েছে রেকর্ডও। দ্বিতীয় দিনেও ছবিটির আয় বৃদ্ধি পেয়েছে। তবে আয়া ব্যায় যাই হোক ছবিটিতে আলাদা অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন জাহ্নবী। বলিউড তারকাদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জাহ্নবী।
জাহ্নবী ও ইশানের অভিনীত ধাড়াক ছবিটি দেখার পর বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমী তার টুইটারে লিখেছেন, ‘শ্রীদেবী যদি বেঁচে থাকতো তার মেয়ের অভিষেক দেখার জন্য, তাহলে আমি নিশ্চিত সে গর্বিত হতো।’
অনিল কাপুর ভাতিজি জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ। তবে প্রশংসা তিনি করেছেন নায়ক ইশানেরও। অনিল বলেছেন, ‘দেখে বোঝার উপায় নেই যে তারা নতুন কাজ করছে। তাদের উন্নতি কামনা করি।’
মাধুরী দিক্ষীতও ছবিটি দেখার পর ধন্যবাদ জানিয়েছেন ছবিটির প্রযোজক করন জোহরকে। আর বলেছেন, ‘করনকে ধন্যবাদ নতুনদের কাজ করার সুযোগ দেয়ায়। তা না হলে জাহ্নবীর এই অসাধারন কাজ আমাদের দেখা সম্ভব হতো না।’
এছাড়াও জাহ্নবীকে তার কাজের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, অর্জুন কাপুর, কারিশমা কাপুর ও রেখা।