সহধর্মিনী ইভা রহমানের সঙ্গে এবার হিন্দি গান গাইলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
ইভা রহমানের জন্মদিন উপলক্ষে তাকে সঙ্গে নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘মোহাব্বাতে’ ছবির ‘হামকো হামিসে চুরালো’ গানটি পরিবেশন করেন তিনি। ২৪ জুলাই ছিল ইভা রহমানের জন্মদিন।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, সাংবাদিক জয় ই মামুনসহ অন্য অতিথিরা।