ঐশ্বরিয়া রাই বচ্চনের পর সোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে যোগ দিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সাইফ আলীর ছেলে ইব্রাহিম আলী খান সম্প্রতি তার বাবার ইন্সটা আইডি শেয়ার করে একটি ছবি পোস্ট করেন।
সোশাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করতে না পারলেও তার হ্যান্ডসেটের একটি গুগল ডকুমেন্ট জানায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইফের পিআর ও ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে পরিচালিত হবে। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে প্রতি মাসে একটি লাইভ সেশন থাকবে। লাইভ চলাকালীন তার ভক্তরা তাকে প্রশ্ন করতে পারবে।
পাশাপাশি নেটফ্লিক্স সিরিজ ‘স্কেয়ার্ড গেমস’ এ পুলিশ সারতাজ সিং চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন এ তারকা। ‘স্কেয়ার্ড গেইমস’ এর দ্বিতীয় সিজনেও অভিনয় করতে আগ্রহী বলে জানান তিনি।