হাসপাতালে টানা নয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
জানা যায়, ১৭ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় বেবী নাজনীনকে। পরে চিকিৎসকের পরামর্শে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফসানা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।
বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার বলেছেন, বাসায় ফিরেছেন আপা। সবার দোয়ায় এখন ভালো আছেন, সুস্থ আছেন।