• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

একদিনের ব্যবধানে বেড়েছে মরিচের দাম

আপডেটঃ : সোমবার, ২০ আগস্ট, ২০১৮

রাজশাহীতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত বেড়ে ২০০ টাকায় উঠেছে। শুক্রবারও নগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। সেই কাঁচা মরিচ এক দিনের ব্যবধানে শনিবার ২০০ টাকায় দাঁড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, মরিচের আমদানি তুলনামূলক কম হওয়ায় দাম বেড়েছে। তবে আমদানি স্বাভাবিক হলে দাম কমবে বলেও জানান ব্যবসায়ীরা।
ক্রেতারা বলেছেন, পাইকারি ও খুচরা উভয় ব্যবসায়ীরাই দাম বাড়িয়েছেন কাঁচা মরিচের। কারণ খুচরা ব্যবসায়ীরা যে দামে কেনেন, তার দ্বিগুণ দামে বিক্রি করেন।
এদিকে দাম বেড়েছে অন্যান্য মশলা জাতীয় দ্রব্যেরও। শনিবার প্রতি কেজি পেঁয়াজ রকমভেদে ৩০ থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা দরে বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ