• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

জোবাইকের পরিসেবা বাড়লো

আপডেটঃ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে পরিসেবা বাড়ালো দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং অ্যাপ জোবাইক।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবহন খাতের সমাধান নিয়ে আসা এই অ্যাপের কাভারেজে জাহাঙ্গীরনগর এবং কক্সবাজারে ১ সেপ্টেম্বর থেকে যুক্ত হয়েছে একশোটি করে নতুন সাইকেল।
অ্যাপে নতুন সাইকেল সংযুক্তির পাশাপাশি পরিসেবার সময় সীমা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। জাহাঙ্গীরনগরের ব্যবহারকারীরা সকাল আটটা থেকে রাত দশটা এবং কক্সবাজারের গ্রাহকরা প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাইকেল ব্যবহারের সুযোগ পাবেন।
জোবাইকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মেহেদী রেজা বলেন, জাহাঙ্গীরনগর এবং কক্সবাজারে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অ্যাপের কাভারেজ এবং টাইমলাইনে পরিবর্তন আনা হয়েছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকায় জোবাইকের পরিসেবা চালু করা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
গত জুন মাসে কক্সবাজার থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে দেশের প্রথম স্মার্টফোন ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ