সাতক্ষীরা প্রতিনিধি:
প্রবিত্র রমজান কে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা প্রশাসানের কর্মকর্তা হন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে সাতক্ষীরা জেলায় ৭৪ হাজার ৪০৭৩ হাজার ৭৯৭ টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মধ্যে বিলি করা হয়েছে। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির জানান, জেলা প্রশাসনের তত্বাবধানে জেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ৪৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
কার্ডধারি ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ক্রয়