• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

আলেমদের মুক্তি দাবি করেছে হেফাজত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ মার্চ, ২০২২

চট্টগ্রাম ব্যুরো : কারাবন্দী আলেমদের মুক্তি দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কারাবন্দীদের মুক্তির কাজ বেগবান করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সাব কমিটি গঠন করেছে সংগঠনটি।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক সভায় কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির সদস্যরা হলেন- অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা ইয়াহইয়া, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মীর ইদ্রিস ও মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
সভায় এক প্রস্তাবনায় বলা হয়, পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের তাবত মুসলমানদের ধোঁকা দিয়ে গোপনে তাদের সম্মেলন করেছে। কোনো বাধা-বিপত্তি ছাড়াই এই সম্মেলন করতে পারায় তাদের আস্ফালন বেড়ে গেছে। তারা এখন পঞ্চগড় ও নেত্রকোনায় সাধারন মুসলমানদের জান-মালের ওপর হামলা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করত তাদের সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
আরেক প্রস্তাবনায় হেফাজত নেরা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাজার মূল্যের লাগাম টেনে ধরার জোর দাবি জানানো হয়।
অপর এক প্রস্তাবনায় মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ঘোষণা করা হয়।
এছাড়া দেশব্যাপী জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা তাজুল ইসলাম, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা মীর ইদ্রিস, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুবারকুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী প্রমুখ।
পরিশেষে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ:, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ:, আল্লামা নূর হুসাইন কাসেমী রহ:, আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহ:-সহ সব কারাবন্দী আলেম উলামা, দেশ-জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page