• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

কোন অপশক্তির কাছে আ.লীগ মাথা নত করবে না: রনজিৎ রায় এমপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতার যাত্রা শুরু হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা শেষ হয়নি। এদেশে ঘাপটি মেরে থাকা একদল স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানি ভাব ধারায় ফিরে যেতে চাই। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

রোববার যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। আমরা স্বাধীনতা ভুলুন্ঠিত হতে দিতে পারি না। চির ভাস্কর হয়ে থাকবে স্বাধীনতা। তাই আওয়ামী লীগের বন্ধুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সারা বিশ্বের মানুষ স্বীকার করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে পৃথিবীর সেরা দেশ। আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।

বিএনপি জামাতের সমালোচনা করে তিনি বলেন, ঘরে বসে বিএনপি জামাত ষড়যন্ত্র শুরু করছে। নির্বাচনে না আসার বাহানা করছে। তারা বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেনা। কিন্তু তারা জানে না নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনের উদ্দেশ্য বলেন, প্রিয় নেত্রীই ঠিক করবেন মনোনয়ন কে পাবেন। নেত্রীর উপর আমাদের বিশ্বাস আছে। জনগনের নেতাকে তিনি নমিনেশন দিবেন।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা, জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ দেবনাথ অভিরাম, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, কামরুজ্জামান লিটন, উপজেলা যুব মহিলীগের আহবায়ক সালমা বেগম, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতান প্রমুখ।

এর আগে তিনি উপজেলা স্বাধীনতাস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনাসভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ