• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

নাটোরে বিএনপি নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলামের পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ গুলি ছোড়েন তিনি।

ওই ঘটনার পর রোববার বিকেলে বিএনপির নেতার শহরের ফৌজদারিপাড়ার বাসা থেকে তার নামে নিবন্ধিত পিস্তলটি জব্দ করে পুলিশ।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শনিবার শহরের আলাইপুরে অবস্থান কর্মসূচি পালনকালে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। এ ঘটনার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের উদ্যোগে কানাইখালীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে গুলি করার একটি ভিডিও চিত্র প্রচার করা হয়।

ভিডিওতে দেখা যায়, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলের দিকে আসছিলেন, তখন শহিদুল ইসলাম একটি পিস্তল থেকে কয়েকটি গুলি ছোড়েন। এ সময় শহিদুল ইসলামের অনুসারীরা তাকে টেনে নিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে নিয়ে যান।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আত্মরক্ষার্থে নিজের বৈধ আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি করেছি। এটা দোষের কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ