• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

রিংকুকে শাহরুখের উপহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

প্রবল চাপের মুখে এনে দিলেন অবিশ্বাস্য জয়। কলকাতা নাইট রাইডার্সের রূপকথার নায়ক রিংকু সিং।

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ইয়াশ দয়ালের প্রথম বলে উমেশ যাদব এক রান নিলে ৫ বলে প্রয়োজন হয় ২৮ রানের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টানা পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকান রিংকু সিং। স্বীকৃত টি–টোয়েন্টিতে এতদিন যা কেউ দেখেনি, সেটিই করে দেখালেন।

এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পর চারদিকে চলছে রিংকু বন্দনা। তবে তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানাতে পারেননি কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। খেলা শেষ হওয়ার প্রায় ঘণ্টা দুয়েক পর রিংকুকে নিয়ে টুইট করেন বলিউড বাদশা। বলা চলে কেকেআর ক্রিকেটারকে দিলেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় ‘পাঠান’ বানিয়ে দিয়েছেন রিংকুকেই।

টুইটার অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে ছবি এডিট করে নিজের জায়গায় বসিয়ে দিয়েছেন রিংকু সিংয়ের মুখ। ক্যাপশনে রিংকুকে ‘বেবি’ উল্লেখ করে ছবির টাইটেল সংয়ের পাঠানও বদলে দিয়েছেন, ‘ঝুমে জো পাঠান’র জায়গায় লিখেছেন, ‘ঝুমে জো রিংকু’। তবে শুধু রিংকু নয়, পার্শ্বনায়ক ভেঙ্কটেশ আইয়ারদেরও অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনার হার্টের খেয়াল রাখুন, স্যার।’

এদিকে, আসল পাঠানের কাছ থেকে ‘পাঠান’ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত রিংকু। কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না। শাহরুখের টুইট রিটুইট করে লিখেছেন, ‘শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, চলতি বছর মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ব্লকবাস্টার মুভি পাঠান। যা বিশ্বজুড়ে বেশ সমাদৃত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ