আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়
মাদারীপুর সদর উপজেলায় পটকা ফোটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চতুরপাড়া গ্রামে আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা ফোটাচ্ছিলেন। এ সময় বিকট শব্দ হলে প্রতিবেশী ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাধা দেন। এ নিয়ে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। তিনি জাগো নিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।