কিশোরগঞ্জে পেট্রোল ঢেলে রিকশাচালককে পুড়িয়ে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।বুধবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার অপর তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার কার্যক্রম চলছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলা ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮)।
নিহত ব্যক্তি একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে শামীম (২২)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর রিকশায় দুলাভাই ফারুক হোসেনকে বাড়িতে রেখে নিজ বাড়ি যাচ্ছিলেন শামীম। পথে আবির হোসেন জনি, মো. আলামীন, মো. শফিকুল ইসলাম, মো. সাজনসহ কয়েকজন পরিকল্পিতভাবে শামীমের পথরোধ করে। মুখ ও চোখ এবং হাত পেছনে বেঁধে মারধর করে। একপর্যায়ে শামীমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আগুনে শামীম দগ্ধ হন। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একই দিন ১১ সেপ্টেম্বর রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি। এ ঘটনার দিন নিহতের চাচা মানিক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমার ফারুক সঞ্জু জানান, সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোরশেদ জামান ২০১৬ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত এ রায় দেন।