একে তো বর্তমান চ্যাম্পিয়ন, তার ওপর আবার ইউরোপ সেরা ক্লাব। লড়াইয়ে নামার আগে তাই রিয়াল মাদ্রিদকেই ফেভারিট মেনেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মিলেছে সে প্রমাণও। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে ইংলিশ এই ক্লাবটি।
ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে নামার আগেও হারের স্বাদ পেয়েছিল চেলসি। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে পরাজিত হয়েছিল তারা। অন্যদিকে আবার দলটির ডাগআউটে থাকা ম্যানেজারও স্বল্পমেয়াদী। থমাস টুখেলকে অব্যাহতি দেওয়ার পর গ্রাহাম পটারের হাতে তুলে দেওয়া হয়েছিল ইংলিশ জায়ান্টদের দায়িত্ব। গত সপ্তাহে তাকেও বিদায় করে দেওয়া হয়। তারপর থেকে চেলসি চলছে অন্তবর্তীকালিন কোচ নিয়ে। খন্ডকালিন দায়িত্ব সামলাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
ম্যাচ হারের পর তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কাছে এই হার ‘বাস্তবতা’। ম্যাচ শেষে বিটি স্পোর্টসের সঙ্গে তিনি এ কথা জানান। ল্যাম্পার্ড বলেছেন, ‘এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক জিনিস খুঁজে পেয়েছি, তবে ম্যাচের ফলাফল কিন্তু বাস্তবতাই।’
ঘরের লিগে উলভারহ্যাম্পটনের কাছে হারের পর এবার চ্যাম্পিয়িনস লিগে রিয়ালের কাছে পরাজয়। ডাগআউটে দাঁড়িয়ে পরপর দুটি হার দেখলেন ল্যাম্পার্ড। এ নিয়ে টানা চার ম্যাচে গোলও করতে পারেনি চেলসি