নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে জানা যায়।
আজ শনিবার সকালে সাড়ে ৯টার দিকে প্রথমে ঢামেক হাসপাতালে রোগী আসা শুরু করে। এরপর এক এক করে ১৭ জন আহত ব্যক্তি হাসপাতালে এসে ভর্তি হন।
আহতরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য রাসেল (২২), শান্ত (২০), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)। অপর আহতরা হলেন- দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০) ও স্বেচ্ছাসেবক রিফাত (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন এই পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এরমধ্যে দশজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।