• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের :

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

জয়পুরহাটে পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার আগে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য পার্শ্ববর্তী কড়িয়া গ্রামের জমির বিক্রেতা মজিবর, বুধু ও হাফিজুর কাছে যান। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে জমি বিক্রেতাদের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। এসময় লাঠি দিয়ে এলোপাতাড়ি সোনা মিয়া, তার স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ