• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- আবদুর রশিদ (৪০)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অপর নিহত মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৫)। সে নকলা উপজেলার কুড়েরকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আহত যুবক উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আবদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৫ )।

পুলিশ জানান, নালিতাবাড়ী উপজেলার শহিদুল ও আবদুর রশিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে নকলা উপজেলায় আসেন। সেখানে ভাড়ায় মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী শহরে রওনা হন।

পৌর শহরের নয়ানিকান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম দুজন আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যান। পরে এলাকাবাসী পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ