প্রতি বছর দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। সেই ধারবাহিকতায় এবারো ১০ বাঙালিকে সম্মাননা তুলে দেয় গণমাধ্যমটি।এবারের আসরে বাঙালি সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছেন ঢালিউডের নায়িকা পরীমণি।
পুরস্কার নিতে এরইমধ্যে কলকাতায় উপস্থিত হন তিনি। আইটিসি রয়্যাল বেঙ্গলে আয়োজিত এ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এসময় মঞ্চে উঠে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’
তিনি আরও বলেন, ‘কলকাতাকে আগে বিদেশ মনে হত। এখন হয় না। এ রকমও হয়েছে, আমার ফ্লাইট আজ। কিন্তু আমি দু’পাঁচ দিন পরে দেশে গিয়েছি।’
আট বছর আগে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে ঢালিউডে যাত্রা শুরু পরীমণির। অভিষেকের বছরেই মুক্তি পায় তার ছয়টি সিনেমা। অল্প সময়েই হয়ে উঠেন দর্শকের প্রিয় তারকায়। সর্বশেষ ‘স্বপ্নজাল’, ‘গুণিন’ ও ‘স্বপ্নজাল’, ‘ অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাতে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।