ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ রানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে মেজাজ হারিয়ে ফেলেছিলেন বেঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ।
বাজে থ্রোয়ের কারণে সতীর্থ মহিপাল লোমরোরকে ধমক দিয়েছেন সিরাজ, স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গিয়েছে সিরাজের চিৎকার। এজন্য অবশ্য একবার নয়, দুইবার মহিপাল লোমরোর কাছে ক্ষমা চেয়েছেন সিরাজ।
পরে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে সিরাজ মহিপালের কাছে ক্ষমা চান। বলেন, “আমি খুব রাগী মানুষ। মহিপালের কাছে ইতিমধ্যেই দু’বার ক্ষমা চেয়েছি। আমি খুবই দুঃখিত। আমার সব আগ্রাসন মাঠের মধ্যেই। মাঠের বাইরে কোনও আগ্রাসন নেই।” মহিপাল উত্তরে বলেন, “সিরাজ ভাই, আমি কিছু মনে করিনি। বড় বড় ম্যাচে এ রকম ঘটনা হয়েই থাকে।”
রোববার জস বাটলারকে শূন্য রানে ফিরিয়ে শুরুতেই সুবিধা করে দেন সিরাজ। ম্যাচের পর কোহলি তার উদ্দেশে বলেন, “অসাধারণ বোলিং করল। অতীতেও বাটলারকে আউট করেছে। আমার দেখা সেরা বোলিং পারফরম্যান্স। নতুন বলে ওর দৌড় এবং আত্মবিশ্বাস নজর কাড়ার মতো।”