টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর গত ম্যাচেই জয়ে ফিরেছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচে আবারও হারের মুখ দেখলো জাভির শিষ্যরা। গতরাতে লা লিগার ম্যাচে রায়ো ভায়োকানোর মাঠে ২-১ গোলে হেরেছে শিরোপা প্রত্যাশীরা।
এদিন ম্যাচের ১৭তম মিনিটেই গোল হজম করতে পারতো বার্সেলোনা। তবে বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের শট ঝাঁপিয়ে প্রতিহত করেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
তবে এক মিনিটের ব্যবধানে আর পেরে ওঠেননি স্টেগান। বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে ভায়োকানোকে এগিয়ে নেন আলভারো গার্সিয়া।
২৩তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় বার্সা। তবে রবার্ট লেভানডোভস্কির দুরন্ত শট আটকে যায় স্বাগতিক গোলরক্ষকের গ্লাভসে।
ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভায়োকানো। ডি ইয়ংয়ের স্লাইডের পর বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফ্রান গার্সিয়া।
৮৩তম মিনিটে ব্যবধান কমানো গোল করেন লেভানডোভস্কি। সতীর্থ ফঁক কেসিয়ের শট এক ডিফেন্ডার ঠেকানোর পর জোরালো শটে চার ম্যাচের গোল-খরা কাটান পোলিশ স্ট্রাইকার।
লিগে বার্সেলোনার তৃতীয় হার এটি। ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল