• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

আবারও গরমে বেঁকে গেল ব্রাহ্মণবাড়িয়ার সেই রেললাইন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

গরমে ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুরে একইস্থানে আবারো রেল লাইন বাঁকা হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনটি ফের বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার। এরআগে এ লাইন দিয়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস দারিয়াপুর অতিক্রম করে।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে, বৃহস্পতিবার বেলা একটার দিকে তীব্র গরমে একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘন্টা চেষ্টার শুক্রবার বিকেল ৪টায় লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে লাইন মেরামতের পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ