• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

রাজশাহী বোর্ডে কেউ বহিষ্কার হয়নি, অনুপস্থিত ০.৯১ শতাংশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বহিস্কার নেই, অনুপস্থিত ১৭শ’ বেশি
চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১ হাজার ৭২০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর প্রথম দিনে বাংলা প্রথমপত্রে কোন পরীক্ষার্থী নকলের দায়ে বহিস্কার হয়নি। তবে ১ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনন্দিনের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, রাজশাহীর ৫৩ কেন্দ্রে ২৮ হাজার ৭২২ জনের মধ্যে উপস্থিত ছিল ২৮ হাজার ৪২৭ জন। অনুপস্থিত ২৯৫ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১৪ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৩৩৭ জন।

 

অনুপস্থিত ১৫৭ জন। নাটোরে ২৬ কেন্দ্রে ১৬ হাজার ১০৩ জনের মধ্যে উপস্থিত ছিল ১৫ হাজার ৯২১ জন। অনুপস্থিত ১৮২ জন। নওগাঁয় ৩৭ কেন্দ্রে ২২ হাজার ৭৩১ জনের মধ্যে উপস্থিত ছিল ২২ হাজার ৫০৬ জন। অনুপস্থিত ২২৫ জন। পাবনায় ৩১ কেন্দ্রে ২৬ হাজার ৯৯৪ জনের মধ্যে উপস্থিত ছিল ২৬ হাজার ৭১৮ জন। অনুপস্থিত ২৭৬ জন। সিরাজগঞ্জে ৪৪ কেন্দ্রে ৩৩ হাজার ১৬৫ জনের মধ্যে উপস্থিত ছিল ৩২ হাজার ৮৮৫ জন। অনুপস্থিত ২৮০ জন। বগুড়ায় ৪২ কেন্দ্রে ৩২ হাজার ৪৫৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৩২ হাজার ২২৩ জন। অনুপস্থিত ২৩৬ জন। জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৮ হাজার ৫৩৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৮ হাজার ৪৬৭ জন। অনুপস্থিত ৬৯ জন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জহিরুল হক জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম দিন অনুপস্থিতির হার ১ শতাংশেরও নিচে। মাত্র ০ দশমিক ৯১ শতাংশ। এই বোর্ডের অধীনে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ