রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বহিস্কার নেই, অনুপস্থিত ১৭শ’ বেশি
চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১ হাজার ৭২০ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর প্রথম দিনে বাংলা প্রথমপত্রে কোন পরীক্ষার্থী নকলের দায়ে বহিস্কার হয়নি। তবে ১ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনন্দিনের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, রাজশাহীর ৫৩ কেন্দ্রে ২৮ হাজার ৭২২ জনের মধ্যে উপস্থিত ছিল ২৮ হাজার ৪২৭ জন। অনুপস্থিত ২৯৫ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১৪ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৩৩৭ জন।
অনুপস্থিত ১৫৭ জন। নাটোরে ২৬ কেন্দ্রে ১৬ হাজার ১০৩ জনের মধ্যে উপস্থিত ছিল ১৫ হাজার ৯২১ জন। অনুপস্থিত ১৮২ জন। নওগাঁয় ৩৭ কেন্দ্রে ২২ হাজার ৭৩১ জনের মধ্যে উপস্থিত ছিল ২২ হাজার ৫০৬ জন। অনুপস্থিত ২২৫ জন। পাবনায় ৩১ কেন্দ্রে ২৬ হাজার ৯৯৪ জনের মধ্যে উপস্থিত ছিল ২৬ হাজার ৭১৮ জন। অনুপস্থিত ২৭৬ জন। সিরাজগঞ্জে ৪৪ কেন্দ্রে ৩৩ হাজার ১৬৫ জনের মধ্যে উপস্থিত ছিল ৩২ হাজার ৮৮৫ জন। অনুপস্থিত ২৮০ জন। বগুড়ায় ৪২ কেন্দ্রে ৩২ হাজার ৪৫৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৩২ হাজার ২২৩ জন। অনুপস্থিত ২৩৬ জন। জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৮ হাজার ৫৩৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৮ হাজার ৪৬৭ জন। অনুপস্থিত ৬৯ জন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জহিরুল হক জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম দিন অনুপস্থিতির হার ১ শতাংশেরও নিচে। মাত্র ০ দশমিক ৯১ শতাংশ। এই বোর্ডের অধীনে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।