পাভেল (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহাজাদী আলম লিপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাটফুলবাড়ী গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের সকল সদস্যদের আয়োজনে বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশের রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন। বরেণ্য অতিথি ছিলেন আলমগীর হোসেন আলম।
ফুলবাড়ী গৃহ নির্মান শ্রমিক কল্যান উপ-পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যান পরিষদ সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমির, সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নান,সহ-সভাপতি মো: মোখলেছার রহমান,সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সালাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক একাব্বর হোসেন,প্রোঃ মেসার্স নীলা মনি ট্রেডার্স মোঃ খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলাম মাষ্টার, বাবুল মাষ্টার, দুরন্ত ০৭ সংগঠন আহ্বায়ক মোঃ নাহিদ হাসানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্য নিয়ে সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড-খন্ড বর্ণ্যাঢ্য র্যালি বের করে। র্যালিগুলো পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।