হাতবোমা বিস্ফোরণের মামলায় রাজধানীর শাহ আলী থানা ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন ওরফে সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মিরপুরের সনি সিনেমা হলের পেছনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সাব্বিরের বন্ধু মানিক খান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কর্মসূচি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তাঁরা। পথে রাত নয়টার দিকে মিরপুর–১ নম্বরের সনি সিনেমা হলের পেছনের রাস্তায় সাদা পোশাকে দুই-তিনজন ব্যক্তি এসে মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেলের পেছনে বসা সাব্বিরকে নামিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করেন।
জানতে চাইলে শাহ আলী থানার উপপরিদর্শক অমিতাভ রায় প্রথম আলোকে বলেন, গত বছরের ডিসেম্বরে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছিল। ওই মামলায় সাব্বিরকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।