• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

রাজধানীর কলাবাগান থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত কুদরত-ই খুদা হৃদয় যমুনা টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে লেক সার্কাস রোডের ৯৫ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় সেখানে থাকা তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।

কলাবাগান থানার উপপরিদর্শক ফিরোজ বলেন, পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও এর কোনো কারণ জানা যায়নি। ঘটনার সময় হৃদয়ের এক বান্ধবী সেখানে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে ৯৫ লেক সার্কাসের সাত তলা ভবনের ছাদের ওপরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন।

ওসি বলেন, নিহতের বাবা প্রবাসে থাকেন। ঘটনার পর নিহতের মা থানায় এসেছেন।

বান্ধবী সম্পর্কে ওসি বলেন, ওই মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি নিহত হৃদয়ের মাকে মা বলেই ডাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ