বগুড়া সারিয়াকান্দিতে সিনেমা স্টাইলে নারীকে অপহরণ করার অভিযোগে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবক উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের আনোয়ার হোসেন খট্টুর ছেলে ফাহিম ইসলাম (১৬)। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ডোমকান্দি ফড়িং পাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম।
মামলা সূত্রে জানা গেছে, ফাহিম গত বছরের ২১ জুন ছাইহাটা বি এম দাখিল মাদ্রাসা থেকে আনোয়ারার নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে আনোয়ারা বগুড়া জেলার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সারিয়াকান্দি থানা পুলিশ ফাহিম এবং আনোয়ারার মেয়েকে উদ্ধার করে। পরে ফাহিমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। পরে সে জামিনে মুক্ত হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। জামিনে মুক্ত হয়ে ফাহিম আবারও আনোয়ারার মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। পরে আনোয়ারা তার মেয়েকে তার দেবরের বাড়ি ঢাকায় রেখে আসে। গত ৭ মার্চ আনোয়ারার মেয়ে এবং তার দেবর আনোয়ারার বাড়ীতে বেড়াতে আসে।
গত ১০ মার্চ সন্ধ্যায় আনোয়ারার দেবর তার মেয়েকে বেড়ানো শেষে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ভেলাবাড়ী গ্রামের শেষ মাথায় ফাহিম পুনরায় অপহরণের চেষ্টা করে এবং তার দেবরকে মারপিট করে। স্থানীয়দের সহযোগিতায় সেদিন তার মেয়ে অপহরণ থেকে রক্ষা পায়। পরদিন বিকল্প পথে আবারো ঢাকায় যাত্রাকালে ফাহিম আনোয়ারার মেয়ের সিএনজির পেছনে আরো ২ টি সিএনজি বোঝাই লোকজন নিয়ে তার পিছু নেয়।
পরে সকাল ১০ টার দিকে জোড়গাছা ব্রিজের পশ্চিম পার্শে আনোয়ারার দেবরকে মারপিট করে আনোয়ারার মেয়েকে ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায়। পরে আনোয়ারা ফাহিমসহ ৬ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে গত শুক্রবার সকালে সারিয়াকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম ফাহিমকে এবং আনোয়ারার মেয়েকে ঢাকা গাজিপুর থেকে উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কথা হলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, শনিবার দুপুরে ফাহিমকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।