• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বোল্ড দৃশ্যের কারণে ফিরিয়ে দেন নাদিয়া, লুফে নেন বাঁধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ মে, ২০২৩

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। নেটফ্লিক্সের জন্য নির্মিত এ সিনেমায় তার চরিত্রের নাম অক্টোপাস। গত বছর প্রকাশিত টিজারে এমনটাই জানা গেছে।

এদিকে বাঁধনের আগে এই সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তবে সিরিজটিতে বোল্ড দৃশ্য থাকার কারণে ও বাংলাদেশকে ছোট করা হয়েছে বলে প্রস্তাবটি ফিরিয়ে দেন নাদিয়া। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে নাদিয়া বলেন, “বাণিজ্যিক সিনেমার প্রস্তাব প্রায়ই আসে। তবে আমি প্রস্তুত না। অনেক টাকাপয়সা উপার্জন করতে হবে—এমন কোনো লক্ষ্য আমার নেই। অভিনয়টা আমার প্যাশন, ভালো লাগে বলে করি। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, করিনি।”

এরপর সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘নিজের মধ্যে রেসট্রিকশন তৈরি হয়েছিল। চিত্রনাট্য পড়েছি, সবকিছুই মোটামুটি। তবে বাংলাদেশকে ছোট করা হয়েছে। আর চরিত্রটা বোল্ড, এটার জন্য সাহস লাগবে। চরিত্রটার জন্য নাদিয়া প্রস্তুত না। এর চেয়ে বেটার কাউকে নেন। ওদের সঙ্গে ভালো যোগাযোগ আছে।’

প্রসঙ্গত এই সিরিজে অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিম ও মেহজাবীনের কাছেও প্রস্তাব পাঠিয়েছিলেন পরিচালক। কিন্তু গল্পে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বিষয় থাকায় এতে অভিনয় করতে রাজি হননি তারা। পরে বাঁধনের কাছে প্রস্তাব নিয়ে গেলে, তিনি তা লুফে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ