• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

রাজ চলে গেল রাজের মতো : পরীমণি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজের সংসারে ভাঙনের সুর। কয়েক দিন আগেই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের কাছে বিবাহবিচ্ছেদের দাবিও জানিয়েছেন পরী।

এরইমধ্যে শনিবার (১০ জুন) একমাত্র পুত্রসন্তান রাজ্যর দশ মাস পূর্তি উপলক্ষ্যে এক সঙ্গে দেখা গিয়েছে তাদের। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল আবার মিল হতে চলেছে রাজ-পরী জুটির! তবে তাদের এক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাজ-পরী নিজেই। সন্তানের জন্যই তাদের এই একত্র হওয়া বলেও জানান দুজন। ছেলের জন্য আগামীতেও এই জুটি একসঙ্গে দেখা দেবেন, এমনটাই নিশ্চিত করেছেন রাজ্যর বাবা-মা।

সন্তানের বিশেষ দিনটি পালনের জন্য ওই দিন রাত ১২টার পর রাজ্যের জন্য বিশেষ কেক নিয়ে পরীর বসুন্ধরার বাসায় হাজির হয়েছিলেন রাজ। তার কথায়, ‘এখানে একসঙ্গে হওয়া না–হওয়ার বিষয়টি বড় নয়। আমি আমার বাচ্চাকে দেখতে বাসায় যাব না?’ তার বিশেষ দিন সেলিব্রেশন করব না? আমার বাচ্চার বার্থডে সেলিব্রেশন করতে বাসায় গিয়েছিলাম আমি। কারণ, আমাদের দুজনেরই বাচ্চার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।’

দুজন মিলেই ছেলের বিশেষ দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন জানান অভিনেতা। রাজ বলেন, ‘বাচ্চার এই বিশেষ দিনটির জন্য আমরা দুজনই নিজেদের মধ্যে কথা বলেছি। এরপর একসঙ্গে হয়ে সন্তানের জন্মের ১০ মাস পূর্তির কেক কেটেছি। দিনটা রাজ্যের জন্য স্পেশাল। তাই দিনটিতে সব সময়ই তাকে ঘিরে সর্বোচ্চ সময় দিই আমরা। ওকে নিয়ে সেলিব্রেশন করি।’

এই অভিনেতা আরও বলেন, ‘যেখানে যেভাবেই থাকি, বাচ্চার স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব। আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না। রাজ্যের একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা।’

অন্যদিকে পরী বলেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো।’

তিনি আরও বলেন, ‘নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো……’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি।

গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ