• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

‘নাদিম হত্যায় মদদদাতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করুন’

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি নাদিম হত্যাকাণ্ডে যারা মদদদাতা, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করুন। আমরা আর এসবের পুনরাবৃত্তি চাই না।

শনিবার (১৭ জুন) প্রেসক্লাবের সামনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কর্তৃক এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, গোলাম রাব্বানি নাদিম মূলত সাংবাদিকতাই করতেন। তাই তিনি হত্যার শিকার হয়েছেন। তার পরিবার এখন অসহায়। আমরা সাংবাদিক হত্যার বিচার পাচ্ছি না। বিশেষত, তদন্তকারী সংস্থার সক্ষমতা থাকা সত্ত্বেও সাগর-রুনি হত্যাকাণ্ডের রিপোর্ট ৯৮ বার পিছিয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেন ভবিষ্যতে কোনো সাংবাদিকের গায়ে আঁচড় না লাগে।

সমাবেশে সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ডিউজের সাবেক দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ডিউজের যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দুলাল খান, ডিউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সুমা ও ডিইউজের আইন সম্পাদক শাহীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ