সংবাদ প্রকাশের জেরে’ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে ঢাকায় আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাবুসহ তিনজনকে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আনা হয়। বাকি দুজন হলেন- চেয়ারম্যানের সহযোগী মনির এবং জাকির হোসেন।
বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুকে ঢাকায় আনা হয়েছে। এর আগে সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মঈন বলেন, ‘নাদিম হত্যার ঘটনায় চার নম্বর আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিকালে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে রেজাউল মোটরসাইকেল দিয়ে প্রথমে সাংবাদিক নাদিমকে ফেলে দেয়। এরপর বাকিরা তার ওপর অতর্তিক হামলা চালায়।