• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

অনুশীলন ক্যাম্পে নেই সাকিব, গেছেন কানাডা!

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩
ফাইল ছবি

আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। তবে জুলাইয়ে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন তিনি। কিন্তু আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বুধবার (২১ জুন) দুপুর ২ টায় মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তিন দিনের এই ক্যাম্প শেষ করে ঈদুল আযহার ছুটিতে চলে যাবেন ক্রিকেটাররা। তবে এই অনুশীলনে যোগ দেননি টাইগার অলরাউন্ডার সাকিব।

আফগানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ পূর্ণ শক্তির দল নিয়েই সাদা বলের ক্রিকেটে মাঠে নামছে আফগানরা। যার জন্য অনুশীলন ক্যাম্পও শুরু করে দিয়েছে বাংলাদেশ দল।

এদিকে নিজের ফেসবুক পেইজে একটি ছবি শেয়ার করেছেন সাকিব। সেখানে বিমান বাংলাদেশের লোগোযুক্ত একটি কফি কাপের ছবি দিয়ে সাকিব ক্যাপশনে লিখেছেন, টরেন্টো (কানাডার সবচেয়ে বড় শহর)।

বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জানান, ‘ঈদের ছুটি নিয়েছেন সাকিব। ১৯ জুন শেরে বাংলায় প্র্যাকটিস করার পর মধ্যরাতের ফ্লাইটে নিরবে দেশ ছেড়েছেন তিনি। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি। সাকিব এবার স্ত্রী ও সন্তানসহ দেশেই ঈদ করবেন। তাই আগামী ২৬ জুন কানাডা থেকে স্ব-পরিবারে ফেরত আসবেন।’

তার মানে বাবা মা ও স্ত্রী-সন্তানসহ মাগুরায় ঈদ করে ১ জুলাই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চট্টগ্রামে দলের সাথে মিলিত হবেন এবং তখনই অনুশীলন করবেন সাকিব।

আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে যথাক্রমে ৮ ও ১১ জুলাই। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ