আবারো আলোচনায় এশিয়া কাপ। এবার নিজেদের প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিরোধিতা করছে ক্ষোদ পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য নতুন চেয়ারম্যান এশিয়া কাপের অনুমোদিত হাইব্রিড মডেলের বিপক্ষে মত দিয়েছেন। জাকা আশরাফের চাওয়া শুধুমাত্র পাকিস্তানেই গড়াক আসন্ন এশিয়া কাপ।
নানান শঙ্কা সঙ্গী করে দীর্ঘ দু’মাস কথার লড়াই শেষে সপ্তাহ খানেক আগে এশিয়া কাপ আয়োজনের যৌথ দায়িত্ব পায় পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে ভারত দলের পাকিস্তান সফরে অনীহা থাকায় পিসিবির প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ অনুযায়ীই এবারের এশিয়া কাপ আয়োজনের অনুমোদন দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
যেখানে জানানো হয়, এশিয়া কাপের পর্দা উঠবে ৩১ আগস্ট, ফাইনাল ১৭ সেপ্টেম্বর। ছয় দলের মোট ম্যাচ সংখ্যা ১৩টি। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান থাকলেও দ্বিগুণেরও বেশি ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার মাটিতে। মাত্র চার ম্যাচ খেলা হবে পাকিস্তানে, বাকি নয় ম্যাচ গড়াবে দ্বীপরাষ্ট্রে।
এদিকে এরপরই রাজনৈতিক দ্বন্দ্বের ফলে আলোচনা উঠে পিসিবির চেয়ারম্যান পদ নিয়ে। অতঃপর নাজাম শেঠি বলেই দেন, ‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আর দেখা যাবে না তাকে।’ এমতবস্থায় নতুন চেয়ারম্যান হিসেবে ভাবা হচ্ছে জাকা আশরাফকে।
তবে দায়িত্ব নেয়ার আগেই নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিরোধিতা শুরু করেছেন তিনি। নতুন চেয়ারম্যান হতে যাওয়া জাকা আশরাফের মতে পুরো আসরটাই হবে পাকিস্তানে। ইসলামাবাদে বুধবার এক সংবাদমাধ্যমে কথা বলার সময়ে সরাসরি জাকা আশরাফ জানিয়ে দিয়েছেন তিনি এই হাইব্রিড মডেলের বিপক্ষে।
তিনি বলেন, ‘আমি এই হাইব্রিড মডেলের পক্ষে না। টুর্নামেন্টের পুরোটাই পাকিস্তানে হওয়া উচিত, কারণ এসিসি সেই সত্ত্ব পাকিস্তানকে দিয়েছে। কিন্তু বড় ম্যাচগুলোতে এই মডেল অনুযায়ী অন্য জায়গায় হবে, শুধু নেপালের মতো ছোট দলগুলো এখানে খেলবে। পাকিস্তানের সাথে ন্যায়বিচার হয়নি।’
নিজে দায়িত্বে আসলে দল ও দেশের জন্য যা ভালো হয়, দ্রুত সময়ের মাঝে তা করার আশ্বাস রেখে জাকা বলেন, ‘আগের ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না, কারণ সংশ্লিষ্ট তথ্যগুলোও আমার কাছে নেই। দায়িত্ব নেয়ার পর দেখব, পাকিস্তানের জন্য এই কম সময়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেয়ারই চেষ্টা করব।’