• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

৫ বছর পর শ্রেষ্ঠত্ব রোমানের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ জুন, ২০২৩
ছবি: সংগৃহীত

তৃতীয় সেটের তৃতীয় তীর ছুড়েই উল্লাস রোমান সানার। ২০১৭ সালের পর জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশীপে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের রোমান সানা। আজ ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়েছেন তিনি।

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন হয়ে খুব উচ্ছ্বসিত রোমান, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম৷ আবার বিরতির পর শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা ছিল আজ সবার শেষে। এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ পদক মিস করেছেন রোমান। দুটি স্বর্ণ মিস হওয়ার শেষ ইভেন্টে অতিরিক্ত চাপে ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে রোমান বলেন, ‘আসলে আরচ্যারিতে ভাগ্যেরও প্রয়োজন। দিয়া ও আমি উভয়ই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ভাগ্য সহায় ছিল না। ফাইনালে এক জন জিতবে আরেকজন হারবে এটা স্বাভাবিক।

রোমানের সঙ্গে মিশ্র বিভাগে স্বর্ণ জিতলে দিয়ার ত্রিমুকুট হতো। আরেকটি স্বর্ণ মিস হলেও আফসোস নেই দিয়ার, ‘রোমান ভাই ব্যক্তিগত ইভেন্টে স্বণ জেতায় আমাদের দল বাংলাদেশ আনসার দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমার তিনটি স্বর্ণ না হলেও বাংলাদেশ আনসারের পাচটি স্বর্ণ হওয়ায় সন্তুষ্ট।

রোমান মাঝে নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার এই দুঃসময়ে বাংলাদেশ আনসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ফেডারেশন থেকে যখন ক্যাম্পের বাইরে ছিলাম তখন আনসার আমাকে অনেক সাহায্য করেছে। ফিরে আসার জন্য তারা সব চেষ্টাই করেছে।’

রোমান নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেছেন। নিজের ইভেন্টে সেরা হয়েছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায়, ‘আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী ১৫ দিন পর এই বিষয়ে পরিষ্কার করা যাবে।’ এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপকে সফল হিসেবে আখ্যায়িত করে চপল বলেন, ‘আনসার অনেক দিন পর শিরোপা জিতল। তীরন্দাজ ক্লাবও ফিরল পদকে। সামনে আমরা একটা ক্লাব প্রতিযোগিতাও আয়োজন করতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ