রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আগফগানরা। লাল বলের একমাত্র ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর বিরতি দিয়ে আবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবার (২ জুলাই) ঢাকায় পা রেখেছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। টেস্ট সিরিজে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে লড়বে আফগানরা।
আজ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। এছাড়া ঘোষিত দলে ফিরেছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররাও।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সেদিক আতাল, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমদ মালিক, নুর আহমদ ও মুজিব উর রহমান।