চাঁপাইনবাবগঞ্জের কালিনগর ধূমিহায়াতপুর এলাকায় অটোরিকশার নিচে চাপা পড়ে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন হচ্ছে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধূমিহায়াতপুর গ্রামের মহবুল ইসলামের ছেলে।
রবিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা দুর্ঘটনায় ইয়াসিন নামে এক শিশু গুরুতর আহত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল শিবগঞ্জ থানার মধ্যে হওয়ায় শিবগঞ্জ থানা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।