নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (৪০) রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা। আহতরা হলেন নাজমুল (৩৫), বৈশাখী খাতুন (১৪), মহাব্বত আলী (৬৫) ও সোলেমান আলী।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন আম ব্যবসায়ী আব্দুল করিম। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আম ব্যবসায়ীসহ চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আম ব্যবসায়ী আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।