• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

নাম বদলে যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির!

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের নাম পাল্টাতে চায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’, যা সংক্ষেপে ‘আবেদ ইউনিভার্সিটি’ হিসেবে প্রস্তাব করা হয়েছে।

সূত্র জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আবেদন করেছে। মন্ত্রণালয় এর ওপর মতামত দিতে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে। ইউজিসি এখনো এ বিষয়ে মতামত সরকারকে জানায়নি।

জানা গেছে, স্যার ফজলে হাসান আবেদ জীবিত থাকা অবস্থায় ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ৩১তম সভায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় এবং সেটি গৃহীত হয়। একই বছরের ২০ ডিসেম্বর মারা যান স্যার ফজলে হাসান আবেদ।

ট্রাস্টিজ ওই সিদ্ধান্ত নেওয়ার তিন বছরের বেশি সময় পর গত ২৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমতি নিয়ে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট ভিনসেন্ট চ্যাং শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব দেন। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্যরা সে প্রস্তাব সমর্থন করেন।

২০০১ সালে রাজধানীর বনানীতে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ১৩ সহস্রাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ