• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:

নির্ধারিত সময়ের আগেই শুরু আ. লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) বিকেল তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, পাড়া মহল্লা থেকে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সমাবেশে আরো বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সমাবেশে অংশগ্রহণ করবেন।

এদিকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। বুধবারই রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ থেকে এ এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সেই একই দিন রাজধানীতে সমাবেশের পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ