• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:

আজ থেকে ঢাকা দখলে থাকবে: তাপস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কী কী? জানুয়ারি মাসে দেখিয়ে দেব।

বুধবার (১২ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন মেয়র তাপস।

শেখ ফজলে নূর তাপস বলেন, আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্যে তাপস আরও বলেন, ‘জানুয়ারি মাসে দেখিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কী কী। ’

শেখ হাসিনাকে দেশের একমাত্র কান্ডারি দাবি করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যেভাবে বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকাসহ সারা দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে।

শান্তি সমাবেশে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী এতে সভাপতিত্ব করবেন।

সমাবেশে যোগ দিয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, দেশের উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে বিএনপি জোট ষড়যন্ত্রে নেমেছে। তারই বিরুদ্ধে আজকের এ সমাবেশ।

দফায় দফায় বৃষ্টিও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে বৃষ্টিতে ভিজেই সমাবেশে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ